প্রকাশিত : ৯ আগস্ট, ২০২২ ০৮:৪৫

বগুড়ায় নৃত্যগুরু পলাশের মৃত্যু বার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
বগুড়ায় নৃত্যগুরু পলাশের মৃত্যু বার্ষিকী পালন

অদ্য সোমবার বিকাল ৫ টায় আমরা কজন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মমিন জিন্নাহর সভাপতিত্বে পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শোকসভা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সিনিয়র সভাপতি আতিকুর রহমান মিঠু, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মাহবুবুর রহমান মানিক,এইচ আলিম, জয়ন্ত দেব, শামীম আক্তার পায়লট,জর্জেট বুলবুল বেপারী, স্বর্ণকার জরুল ইসলাম রতন, হাসিবুর রহমান মুন, প্রনব সান্যাল, যাত্রা শিল্পী পুস্পিতা রানী, নৃত্যশিল্পী আশিকুজ্জামান রিপন,শাকিল মন্ডল, উজ্জল হোসেন খোকন, আরমান আল, মার্জিয়া সুলতানা মেঘা প্রমুখ। স্মৃতিচারণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন এবং বাংলাদেশের প্রয়াত সকল নৃত্য গুরু ও সংস্কৃতির জন যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল আলিম । স্মৃতিচারণে বক্তারা তাদের বক্তব্যে বলেন নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশ এমন একজন মানুষ ছিলেন তিনি শুধু এই অঞ্চলের ছেলেমেয়েদের নৃত্য শিক্ষায় শিক্ষিত করেননি তিনি ছেলেমেয়েদের ভালো মানুষ হবার জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন, এবং তার হাতে গড়া ছেলেমেয়েদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি বাংলার লোক নৃত্য কে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছেন তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে তিনি নৃত্য শিল্পে বেঁচে থাকবেন চিরকাল। এর আগে বাদ যোহর নারুলী স্থানিয় এক এতিমখানায় এতিমদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হয়। শোকসভায় দোয়া পরিচালনা করেন খান্দার আবহাওয়া মসজিদের খতিব মাওলানা আল রাজু। শোক সভা পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে