প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২ ০১:০৭

মাদক সন্ত্রাস জঙ্গীবাদ দমনে পুলিশের ভুমিকার পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য

পুলিশ সুপার বগুড়া
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মাদক সন্ত্রাস জঙ্গীবাদ দমনে পুলিশের ভুমিকার পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি  মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় বগুড়া জেলা পুলিশ এসব দমনে দিনরাত কাজ করে যাচ্ছে। পুলিশকে ভয় বা গালি না দিয়ে সহযোগিতা করুন। সমাজ থেকে সকল অপরাধ মূলক কর্মকান্ড দমনে পুলিশের পাশাপশি জনগণের সহযোগিতা অপরিহার্য। গতকাল বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার রেল স্টেশন চত্বরে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এ কথাগুলো বলেন। তালোড়া পৌর বিট এর আয়োজনে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায়  সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, তালোড়া পৌর আ’লীগের সভাপতি পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফারুক আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার দাস, তালোড়া চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সুভাস প্রসাদ কানু, হাফেজ মোওঃ দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বীরমুক্তিযোদ্ধা, তালোড়া বিটের পুলিশ অফিসার সহ থানার পুলিশ সদস্যগণ, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, উপজেলা, তালোড়া পৌর ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
উপরে