প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২ ০০:৪০

কবরস্থানের গাছ খেকোর দৌরাত্ব বন্ধ চায় গ্রামবাসী

ষ্টাফ রিপোর্টার
কবরস্থানের গাছ খেকোর দৌরাত্ব বন্ধ চায় গ্রামবাসী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিহ্নিত ব্যক্তির দ্বারা কবরস্থানের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষমতাধর গাছখেকোর দৌরাত্ব বন্ধে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার বরাবর দুই গ্রামের একাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করা হয়েছে। গ্রামবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলার কামদিয়া ইউপির পুঁইয়াগাড়ী মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত ৬৫ শতাংশ কবরস্থানের একটি রেইনট্রি গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্মপুর ও পুঁইয়াগাড়ী গ্রামবাসী একত্রিত হয়ে গাছটি আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে লিখিত আবেদন করে।  নিয়মিত গাছ কর্তন অব্যাহত রাখায় ধর্মপুর গ্রামের মৃত ছহিম উদ্দিনের ছেলে কবরস্থানের গাছ খেকো নজরুল ইসলামের দৌরাত্ব বন্ধ চায় গ্রামবাসী।
লিখিত আবেদন সূত্রে জানা যায়, ১নং কামদিয়া ইউনিয়নের পুঁইয়াগাড়ী মৌজার জে.এল নং ১০ ও ১ নম্বর খতিয়ানভুক্ত ৩৪৮ দাগের ৬৫ শতাংশ জমিতে কবরস্থানটি অবস্থিত। এখানে পুঁইয়াগাড়ী ও ধর্মপুর গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়। কবরস্থানের শোভাবর্ধনে গ্রামবাসী বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির গাছ লাগায়। সময়ের সাথে পাল্লা দিয়ে গাছগুলো বেড়ে উঠতে থাকে। আর তাতে চোখ পড়ে গাছখেকো নজরুলের। সে বিগত ২-৩ বছর ধরে প্রায় ১ লাখ টাকার গাছ বিক্রি করে কৌশলে হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী প্রতিবাদ করলেও সে থামেনি। সম্প্রতি প্রায় ১৫ হাজার টাকার মূল্যের একটি রেইন্ট্রি গাছ গোপনে গাছ ব্যবসায়ী কাওছার আলীর কাছে বিক্রি করে। ওই গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দেয় এবং গাছ আটকে দেয়।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্যা বিন শফিক জানান, আবেদনে উল্লেখিত বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে