প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২ ০০:৫৪
শেরপুরে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরের ধড়মোকাম শাহ তুর্কান শহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩আগস্ট) সকাল ১১টায় ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: হাবিবর রহমান। এই দিন নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত মা সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ছাইফুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি মো: হাবিবুর রহমান সহ অন্যান্যরা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
