নওগাঁয় বিতর্কিত সেই ঠিকাদার প্রধান শিক্ষককে বদলীর সুপারিশ
নওগাঁ সদর উপজেলার কাঁকনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএমডি’র ঠিকাদার আব্দুল গফুরকে বদলীর সুপারিশ করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে বিদ্যালয়ের সভাপতিকে বহিস্কার করে প্রধান শিক্ষককে অন্যত্রে বদলীর সুপারিশ করেছে তদন্ত কমিটির সদস্যরা।
জানা যায়, নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের কাঁকনসী গ্রামে কাঁকনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর তার স্ত্রীর নামে বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) লাইসেন্স করিয়ে ঠিকাদারি করে আসছিলেন। প্রভাবশালী ঠিকাদার হওয়ায় প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকতেন তিনি। তার রুটিনে থাকা ক্লাসগুলো অনভিজ্ঞ বেকার যুবকদের দিয়ে করানো হতো। এসমস্ত অনিয়ম ঢাকতে নাটোর জেলা সমবায় অফিসে সরেজিমন তদন্তকারী হিসেবে কর্মরত এক সরকারী কর্মচারীকে বানিয়েছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। গত ১৮ জুলাই বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। তবে অভিযোগের দীর্ঘদিন পেরিয়ে গেলেও তদন্ত শুরু হচ্ছিল না। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই নড়েচড়ে বসে শিক্ষা বিভাগ। ১৩ আগস্ট বিদ্যালয়ে উপস্থিত হয় তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত চলাকালীন বিদ্যালয়ের মাঠে অভিযোগকারীদের ওপর হামলার ঘটনাও ঘটে। অনেক জল্পনা কল্পনা পেরিয়ে ২২ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক নির্বাচিত তদন্ত কমিটির সদস্যরা। সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বদলীর সুপরিশ করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নাটোর জেলা সমবায় অফিসের কর্মচারী আব্দুল হান্নানকে বহিস্কার করতে সুপারিশ করা হয়েছে।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, কাঁকনসী সরকারী প্রাথসিক বিদ্যালয়ের সভাপতি একজন সরকারী কর্মচারী। আবার প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনিয়মিত যাতায়াতসহ ঠিকাদারি করেন তদন্তে এমন সত্যতা পাওয়া গেছে। তাই ওই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অতিসত্বর অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে বদলী করা হবে। এছাড়াও সভাপতিকে বহিস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
