প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ০১:৫২
মান্দায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ মৈনম গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম রহমত আলী (০৩)। সে দক্ষিণ মৈনম গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মৃত শিশুটির বাবা আব্দুর রহমান বলেন, বুধবার দুপুরে বসতবাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ছেলে রহমত খেলাধূলা করছিল। হঠাৎ করেই সে নিখোঁজ হয়। এরপর প্রতিবেশিসহ আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
তিনি আরও বলেন, পরে পাশের পুকুরে তল্লাশি চালিয়ে ছেলে রহমতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
