মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে.. জেলা প্রশাসক
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেছেন, নন্দীগ্রামে কোন মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। তা না হলে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। গতকাল বহস্পতিবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদ আয়োজিত বাল্য বিবাহ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন । পন্ডিত পুকুর স্কুল চত্বরে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যন তপন চন্দ্র দুলাল মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, এতে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী প্রমুখ। এরপর বাল্য বিবাহ বন্দে সাহসী ভুমিকা রাখায় সুমাইয়া আক্তারকে সম্মান ক্রেষ্ট ও আর্থিক সহযোগীতা প্রদান করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
