প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২৩:৩৪

বগুড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই যুবক ডিবির জালে গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ
 দুই যুবক ডিবির জালে গ্রেফতার

 বগুড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সদর উপজেলার বড়সরলপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও শাজাহানপুর উপজেলার রানীরহাট বয়রাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে মিনহাজ ইসলাম (৩৫)।

শনিবার বগুড়া ডিবি পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা পৌণে ৬ টার দিকে সদর উপজেলার সরলপুর গ্রাম থেকে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷

এছাড়াও শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া বাসট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মিনহাজকে ২'শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে