মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
গতকাল রবিবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ গফুর মন্ডল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরব ইউপির সাবেক চেয়ারম্যান আঃ করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল আলম ও এমদাদুল হক এমদাদ, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকশাহাবু উদ্দিন শিবলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সরুজ, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, নজরুল ইসলাম মাষ্টার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম, যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহার নাজু, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন সহ অনেকে। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোবারক আলী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
