প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ২৩:৪৯

বগুড়ায় একদিনেই দুই থানার ওসিকে বদলী

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় একদিনেই দুই
থানার ওসিকে বদলী

বগুড়ায় একই দিনে দুই পুলিশ কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করা হয়েছে। বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা ও গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম।

রোববার বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়৷ আদেশ অনুযায়ী কৃপা সিন্ধু বালাকে পাবনা ও সিরাজুল ইসলামকে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুর রশিদ। তিনি জানান, রোববার এক আদেশে তাদের বদলি করা হয়৷ দুই থানায় এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে