তালোড়ায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুন বানুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রহমতুল্লা মোত্তাকিন ঝলকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরিফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকরেনা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য রতন কুমার দাস, শিক্ষক বিকাশ চন্দ্র দাস, সাংবাদিক অরবিন্দ কুমার দাস, অভিভাক আইনুল খাতুন, মুন্নি খাতুন প্রমুখ। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোজাফ্ফর হোসেন, শফিকুল ইসলাম টুকু সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন