প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৫

বগুড়ায় ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে স্থগিত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে স্থগিত 
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই

বগুড়ায় ২০২০ সালের পরিবর্তিত নীতিমালা অনুযায়ী স্থগিত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের এবং জামুকা প্রেরিত তালিকাভুক্ত ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের তারিখ পেছানো হয়েছে। আগের নির্ধারিত ২২ থেকে ২৫ আগস্টের এই কার্যক্রম ৫ সেপ্টেম্বরে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

বগুড়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওই চারদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই যাচাই-বাছাইয়ের কাজ করা হবে।
এরমধ্যে ৫ সেপ্টেম্বর ক্রমিং নম্বর ১ থেকে ২৫, ৬ সেপ্টেম্বরে ২৬ থেকে ৫০,৭ সেপ্টেম্বরে ৫১ থেকে ৭৬ ও সর্বশেষ ৮ সেপ্টেম্বরে ৭৭ থেকে ১০২ ক্রমিং নম্বরের স্থগিত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের এবং জামুকা প্রেরিত তালিকাভুক্ত ব্যক্তিদের যাচাই-বাছাই করা হবে।

এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।

তিনি বলেন, যাচাই বাছাই এর আওতাভুক্ত দাবীদার মুক্তিযোদ্ধাগণের নামের তালিকা তার কার্যালয়ে পাওয়া যাবে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক হিসেবে ইউএনও সমর পাল আরো জানান, উক্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। তিনি এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে সহযোগিতার অনুরোধ জানান।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে