প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৯

শেরপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে অর্থ ও বাইসাইকেল বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে অর্থ ও বাইসাইকেল বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলায় বসবাসরত আদিবাসী ও নৃ-গোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬সেপ্টেম্বর) সকালে  শেরপুর উপজেলা পরিষদ  হলরুমে  উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মইনুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর চন্দ্র পাল, সুঘাট  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ,  আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ, জাতীয় আদিবাসী নেতা বাসুদেব রায় বাগদি, শ্রীকান্ত মাহাতো, সন্তোষ সিং, সুরেশ চন্দ্র মাহাতো সহ অনকেই। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব হাবিবর রহমান আদিবাসী ও নৃ-গোষ্ঠী অসচ্ছল পরিবারের মাঝে প্রাথমিক স্তরের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিজন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা , উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ৩০ জনের প্রতিজনকে ৬ হাজার, এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৫ জনের প্রত্যেক শিক্ষার্থীকে ৯ হাজার  টাকা করে  বিতরন করেন। অনুষ্ঠানে উপজেলার ওই পরিবার গুলোর ২০জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল বিতরণ করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে