প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫৯

দুপচাঁচিয়ায় এলএআরসি এবং পিএম বৃদ্ধির লক্ষ্যে গ্রহীতা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় এলএআরসি এবং পিএম বৃদ্ধির লক্ষ্যে গ্রহীতা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পরিবার পরিকল্পনা কার্যক্রমে এলএআরসি এবং পিএম বৃদ্ধির লক্ষ্যে গ্রহীতা মেলা উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি) এর আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এবং ইউএনএফপিএ এর সহযোগিতায় আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ৩দিন ব্যাপী গ্রহীতা মেলা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা মা ও শিশু কল্যান কেন্দ্রের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বগুড়ার উপপরিচালক শাহনাজ পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বগুড়ার সহকারী পরিচালক আব্দুল মান্নান, এমও সিসি ডাঃ কিরণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামছুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক, আজিজুল হক, পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর আব্দুল ওহাব, স্বাস্থ্য পরিদর্শক ইউনুছ আলী, পরিবার কল্যান সহকারী আফরুজা বেগম প্রমুখ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে