প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩১

গাবতলীতে সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মাণকৃত পাকা রাস্তার ফলক উন্মোচন করলেন রবিন খান

এলজিইডির বাস্তবায়নে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মাণকৃত 
পাকা রাস্তার ফলক উন্মোচন করলেন রবিন খান

গতকাল বুধবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামে ১কোটি ২৪লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার নির্মাণকৃত পাকা রাস্তার ফলক উন্মোচন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক পেস্তা মন্ডল, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, আ’লীগ নেতা সাহাদত হোসেন, ইউপি সদস্য মাহমুদুন নবী অটল, রাকিবুল হাসান রকি, ঠিকাদার প্রতিনিধি শাহ আলম, তমাল মাহমুদ, ডিউ প্রমুখ। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১ কোটি ২৪লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তা পাকা করণের কাজটি সম্পন্ন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মন্ডল টেড্রার্স। উল্লেখ্য যে, রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত ও জনগণের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষাকালে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারতো না। তখন ওই গ্রামের উৎপাদিত ফসল বাজারজাত করণ করতে চরম দূর্ভোগ পোহাতে হতো স্থানীয় কৃষকদের। এমতবস্থানয় গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের প্রচেষ্টায় রাস্তটি পাকাকরণ সম্পন্ন হয়েছে। রাস্তাটি নির্মিত হওয়ায় এখন এলাকার মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেন, আধুনিক বাংলা রুপকার বিশ্ব বরেণ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবেই হবে। কোথাও আর কোন কাচা রাস্তা থাকবে না।   

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে