প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৫

শাজাহানপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত দুই জন

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত দুই জন

বগুড়ার শাজাহানপুরে ধানের জমি নিড়ানির দেয়ার সময় বজ্রপাতে শিকার হয়ে হোসেন আলী নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় তার বাবাসহ দুই জন আহত হন। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে  উপজেলার আশেকপুরের বৈঠাপাড়া গ্রামে বজ্রপাত পড়ে এ ঘটনা ঘটে। 

৩২ বছরের হোসেন আলী ওই গ্রামের ইরফান আলীর ছেলে। বজ্রপাতে নিহতের বাবা ছাড়াও ইয়াছিন নামে এক কৃষি শ্রমিকও আহত রয়েছেন। আহতদের বয়স ৫৫ ও ৫০ বছর।

হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম খান। 

তিনি জানান, সকাল থেকে হোসেন আলী তার বাবা ও এক শ্রমিক মিলে ধানের জমিতে নিড়ানির কাজ করছিলেন। বেলা ১২ টার দিকে ওদের জমির পাশে বাজ (বজ্রপাত) পড়ে। এতে হোসেন আলী ঘটনাস্থলেই মারা যান। আর বাকি দুই জন অচেতন হয়ে পড়েন। 

আশেপাশের অন্য লোকেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ইরফান আলীর জ্ঞান ফেরে। আর কৃষি শ্রমিক ইয়াছিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ইউপি সদস্য বলেন, আহতরা এখন সুস্থ রয়েছেন। আর হোসেন আলীর মরদেহ বাড়িতে আনা হয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে