প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:২০

দুপচাঁচিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর শনিবার সকালে দুপচাঁচিয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মহলদার এর পরিচালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী প্রামানিক। বিশেষ অতিথি জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম, সমিতির শিবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ফজলুল রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির দুপচাঁচিয়া শাখার সহসভাপতি রাবিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক বাবুল আখতার, সহসাধারণ সস্পাদক জাহাঙ্গীর হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ। এসময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৫১সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায় ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের ২টি দাবী জানানো হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে