দুপচাঁচিয়ায় ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী
                    
                    দুপচাঁচিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিকের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ। ৫দিন ব্যাপী প্রতিযোগিতায় মেয়ে ও ছেলেদের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
