শাজাহানপুরে জমিজমার বিরোধে মারপিট

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে মা ও মেয়েকে মারপিট। শাজাহানপুর থানা ও খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদে মোঃ তাইজুল ইসলাম লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সাংবাদিকদের নিকট জানান
শাজাহানপুর থানায় একাধিক বার অভিযোগ দিয়ে কোন ফল না পেয়ে পুনরায় ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়ে সেখানেও শালিশ-বৈঠক করে কোন সুরাহা মিলে নাই।
অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের নারিল্ল্যা পূর্বপাড়া গ্রামের মৃত আঃ সামাদ পাইকার মৃত্যুর পর ওয়ারিশ মূলে তিন ভাই জমির মালিক। তার মধ্যে হইতে মোঃ মিন্টু মিয়ার অংশ তার বড় ভাই তাইজুল ইসলাম ও ছোট ভাই আব্দুল মমিনকে দক্ষিন পশ্চিম কর্ণারে অবস্থিত জমি সাবেক দাগ নং-৮৯২ হালে-১১৫৫ দাগে সাড়ে ৮ শতক জমি ১৯-০৭-২০১০ ইং সালে কবলা দলিল করে দেয়। জমিতে তাইজুল ইসলাম কাঠের ও ফল মুলের গাছ লাগিয়ে ভোগদখল করে আসিতেছিল। সেই জমি পুনরায় মিন্টু মিয়া তার বোনের নিকট থেকে ২০২২ ইং সালে গোপনে দলিল করে নেয়। গত ২৩-০৪-২০২২ইং সালে দুপুর বেলা বিবাদী মিন্টু মিয়া(৩৮),পিতা মৃত আঃ সামাদ,মিজানুর রহমান(২২),পিতা আঃ মমিন,রাকিব(২২),পিতা রফিকুল ইসলাম,মোঃ রবি (১৬),পিতা মিন্টু মিয়া দলবল সহ জমি থেকে বিভিন্ন রকমের কাঠের ও ফলের গাছ কাটতে থাকে তখন আমার স্ত্রী মোছাঃ নুরজাহান খাতুন ও মেয়ে মোছাঃ কামনা আকতার বাধা প্রদান করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমার স্ত্রী ও মেয়েকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং প্রান নাশের হুমকি দেয়।এরপর অসুস্থ্য মা ও মেয়েকে এলাকা বাসীর সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাঁসপাতালে ভর্তি করে দীর্ঘ দিন ধরে চিক্যিসা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার এস,আই আব্দুর রহমান জানান, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক বলেন আমি একাধিক বার শালিষ করে মিমাংসা করে দিয়েছি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন