প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪৩

গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় কই মাছ আটকে হাফিজার রহমান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে।

হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। হাফিজার রহমান পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হাফিজার রহমান বাড়ির অদূরে নিজের একটি ডোবা জমিতে আগে থেকেই পেতে রাখা কারেন্ট জাল থেকে মাছ তুলতে যায়। সেখানে জালে আটকে থাকা বিভিন্ন প্রজাতির মাছ একইসাথে হাত ও মুখ দিয়ে খুলতে শুরু করেন তিনি। এসময় অসাবধানতাবশত একটি কই মাছ জাল থেকে ছিটকে হাফিজার রহমানের মুখে ঢুকে সেটি গলার ভেতরে আটকে যায়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় কারেন্ট জাল থেকে মুখ দিয়ে দাঁতের সাহায্যে মাছ খুলতে গিয়ে গলায় কই মাছ আটকে হাফিজার রহমানের মৃত্যু হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে