প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:৫২

গাবতলীতে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে লাখো মানুষের ঢল

প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ
প্রতিযোগিতা দেখতে লাখো মানুষের ঢল

ঢাকঢোল পিটিয়ে বেশ উৎসবমুখর পরিবেশে বগুড়া গাবতলীর তরণীহাটে ইছামতি নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে গতকাল রবিবার বিকেলে লাখো মানুষের পদচারণায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই দর্শনীয় নৌকা বাইচ খেলা। এই নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। বালিয়াদিঘী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জাকির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক নারী উদ্দোক্তা জোবাইদা আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, তরণীহাট ডিগ্রি কলেজের সভাপতি মুনছুর কাওছার সবুজ, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকির, বালিয়াদিঘী ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুল ইসলাম রিবন ও মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই প্রতিযোগিতায় মোট ১৪টি দল অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত তরণীহাট সংলগ্ন ইছামতি নদীতে এই নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন শাজাহানপুর উপজেলার লক্ষিপুর সততা নৌকা বাইচ দল, ২য় স্থান অর্জন করেন গাবতলী উপজেলার পারনাণীর পাড়ার আল্লাহ ভরসা নৌকা বাইচ দল, ৩য় স্থান অর্জন করেন নয়নের মনি এবং ৪র্থ স্থান অর্জন করেন একতা সোনাকানিয়া গাবতলী বগুড়া দল।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে