প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৬

দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাপার সাধারন সম্পাদক এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, মেহেরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক, নেসকো লিঃ দুপচাঁচিয়ার উপসহকারী প্রকৌশলী বেলাল হোসেন, পল্লী বিদ্যুৎ দুপচাঁচিয়া জোনাল অফিসের এজিএম রুবেল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, মহাশ্মশান কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু প্রমুখ। এ উপজেলায় এবার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৪২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পরে দুপচাঁচিয়া উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির এক জরুরী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৬সেপ্টেম্বর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির একটি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে