প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৮

গাবতলীতে জমির বিরোধে স্বামী-স্ত্রীকে বেধরক মারপিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
গাবতলীতে জমির 
বিরোধে স্বামী-স্ত্রীকে
বেধরক মারপিট

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে বেধরক পেটানো হয়েছে। গুরুতর আহত স্ত্রী মালেকা বেগম এখন গাবতলী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে, ১৮সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার নেপালতলী ইউনিয়নের শালুকগাড়ী গ্রামে। এ ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
 জানা গেছে, উল্লেখিত শালুকগাড়ী গ্রামের মৃত ছয়েদজ্জামান সাকিদারের ছেলে হামিদুল ইসলাম (৪৪) পৈত্রিকসূত্রে প্রাপ্ত একটি জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এবছরে ওই জমিতে পটল লাগানো হয়েছে। কিন্তু ইদানিং স্থানীয় একটি মহল অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ১৮সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় হামিদুলের স্ত্রী মালেকা বেগম পটল তুলতে গেলে তাকে অশালীন ভাষায় গালাগালি করে প্রতিপক্ষরা। এ সময় হামিদুল, স্ত্রী মালেকা, ভাই আ: সামাদ ও তার স্ত্রী  নাছিমা বেগম এগিয়ে গেলে তাদের সবাইকে বেদমভাবে মারপিট করে ঐ প্রতিপক্ষরা। এদের মধ্যে  মালেকা বেগম এখন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার কতিপয় ব্যক্তির যোগসাজসে অবৈধভাবে জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষরা। এ ঘটনায় হামিদুল ইসলাম বাদী হয়ে ঘটনার রাতেই শালুকগাড়ী গ্রামের মামুন, উজ্জ্বল সাকিদার, সৈকত ও ফজলুল সাকিদারকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ১৯সেপ্টেম্বর সোমবার তদন্ত ওসি জামিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে