প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০১

নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত

নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের আদিবাসী হিসেবে  সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রনায় ও ভূমি কমিশন গঠন করতে জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার  ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা শাখার জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর বেলা ১২ টায় নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  দাসগ্রাম বৃন্দাবন পাড়ায়  অদিবাসীদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি শ্রী- যোগেস সিং এর সভাপতিত্বে ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির  ছাত্র পরিষদের  সভাপতি নুকুল পাহান, কেন্দ্রীয় কমিটির ছাত্র পরিষদের সদস্য অনিল গজার, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা আদিবাসী পরিষদের আহবায়ক  সুজল পাহান, বগুড়া জেলা জাতীয় আদিবাসী  পরিষদের আহবায়ক সন্তোষ সিং বাবু,  নওগা জেলা আদিবাসী  পরিষদের সদস্য মিঠুন চন্দ্র পাহান, সরিয়াকান্দি উপজেলা শাখার আদিবাসী যুব পরিষদের সভাপতি সুনীল রবিদাস বাবু, শেরপুর উপজেলা শাখার আদিবাসী ছাত্র পরিষদের সদস্য সচিব সাগর কুমার সিং,  সদস্য সচিব স্বপন কর্নিদাস, ১নং বুড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ'লীগের সভাপতি  জাহাঙ্গীর আলম বাদশাহ্, সাংগঠনিক শ্রী বানাইরাস চৌহান, পরে সর্বসম্মতিক্রমে নন্দীগ্রাম উপজেলা জাতীয় আদিবাসী পরিষদে ত্রি-বার্ষিক সম্মেলনে গৌতম মাহাতো কে সভাপতি, নারায়ন উরাও সাধারন সম্পাদক  ও রিপোন মাহাতো কে দপ্তর সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ গঠন করা হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে