প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৫
দুপচাঁচিয়ায় চোরাই সিলভারের তার উদ্ধার
গ্রেপ্তার ১
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গত ২৪সেপ্টেম্বর শনিবার বিকালে চোরাই সিলভারের তার সহ আব্দুল খালেক খন্দকার চুটু(৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুল খালেক উপজেলার তালোড়া পৌর এলাকার বাঁশোপাতা মহল্লার মৃত আশরাফ খন্দকারের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদ পান যে, তালোড়ার বাঁশোপাতা মহল্লায় আব্দুল খালেক চুটু তার বাড়িতে বৈদ্যুতিক লাইনের সিলভারের তার অবৈধভাবে বেচা-কেনার উদ্দেশ্যে কাটাকাটি ও প্যাকেটিং করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল খালেক চুটুকে আটক করে। টের পেয়ে এ ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আরও ৪/৫জন পালিয়ে যায়। এসময় আব্দুল খালেকের হেফাজতে থাকা ২’শ ১কেজি সিলভারের তারের খন্ড ও তার কাটা কাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক শান দেয়া মেশিন জব্দ করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল খালেক চুটুর বিরুদ্ধে চোরাই মাল বেচা-কেনার মামলা দিয়ে গত ২৫সেপ্টেম্বর আদালতে সোপর্দন করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
