প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫৪

নামুজায় মলম পাটির খপ্পরে পড়ে খোয়া গেলো এক ব্যক্তির ১লক্ষ ৩৫ হাজার টাকা!

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
নামুজায় মলম পাটির খপ্পরে পড়ে খোয়া গেলো
এক ব্যক্তির ১লক্ষ ৩৫ হাজার টাকা!

বগুড়া সদর উপজেলার নামুজায় মলম পাটির খপ্পরে পরে খোলা গেলো এক ব্যক্তির টাকা অতঃপর অচেতন অবস্থায় উদ্ধার।জানা যায়, ২৬ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৪টায় ওই ব্যক্তিকে নামুজা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে জনতা কর্তৃক অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়ে দেয়।এর পর তার অনুসন্ধান করে জানা যায়, অচেতন ব্যক্তির নাম মমতাজ উদ্দিন (৫০)।সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির ছাতুয়া দামপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র। তিনি বিভিন্ন হাটে গরুর ব্যবসা করেতন।

তবে তার পরিবার সূত্রে জানা গেছে কাছে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিল। কাছে থাকা সব টাকা খোয়া গেছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে