প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৫৮

দুপচাঁচিয়ায় আবারও বৈদ্যুতিক চোরাই তার উদ্ধার

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় আবারও বৈদ্যুতিক চোরাই তার উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আবারও বৈদ্যুতিক সিলভারের চোরাই তার উদ্ধার করেছে। গত সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, এসআই নিয়ামান নাসির সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উপজেলার তালোড়া পৌর এলাকার পগুইল মহল্লার পরিত্যাক্ত একটি মিল ঘর হতে এ চোরাই তার উদ্ধার করা হয়। উদ্বারকৃত তারের ওজন ১৪.৬২মণ। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বৈদ্যুতিক চোরাই তার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,  গত ২৪সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তালোড়ায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক চোরাই তার উদ্ধার সহ আব্দুল খালেক চুটুকে গ্রেপ্তার করা হয়েছিল। তারই স্বীকারোক্তি মোতাবেক গত সোমবার রাতে তার ভাড়া করা মিল ঘর হতে এ তার উদ্ধার করা হয়েছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে