প্রকাশিত : ২ অক্টোবর, ২০২২ ০২:২৬

বগুড়ায় আলোচিত যমুনা রিসোর্টে অনৈতিক কাজ: গ্রেফতার ৮

সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার:
বগুড়ায় আলোচিত যমুনা রিসোর্টে
অনৈতিক কাজ: গ্রেফতার ৮

বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা এক আবসিক হোটেল থেকে ৪ নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকার যমুনা রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাতীয় পরিসেবা '৯৯৯' এ খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।
আটক হওয়া সবার বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। তাদের সবার বাড়ি বগুড়া ও গাইবান্ধা জেলায়।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তয়ন কুমার৷  

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুপুর দেড়টার দিকে '৯৯৯' এ কল আসে শহরের ঝোপগাড়ি যমুনা রিসোর্ট আবাসিক হোটেলে ‘অনৈতিক’ কাজ চালানো হচ্ছে। পরে সেখানে অভিযান করে ৪ নারীসহ ৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ মামলা দিয়ে শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অভিযান চলমান থাকবে মর্মে জানান তিনি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে