প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২২ ২৩:৪৬

ধুনটে আ’লীগের সম্মেলন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ধুনট বগুড়া প্রতিনিধি
ধুনটে আ’লীগের সম্মেলন উপলক্ষে
কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আগামী ২৪ অক্টোবর বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) বিকালে জোড়খালি গ্রামে ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজির সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন আলম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান।

এছাড়া কর্মীসভায় ধুনট উপজেলা আওয়ামীলীগ, গোসাইবাড়ী ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে