কাউনিয়ায় বালিকা বিদ্যালয় মোড়ে নিত্য ঘটছে দুর্ঘটনা
অপরিকল্পিত রাস্তা তৈরী ও ট্রাফিক ব্যবস্থা না থাকায় রংপুরের কাউনিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ন স্থান বালিকা বিদ্যালয় মোড়ে নিত্য দুর্ঘটনা ঘটলেও এ যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গত রবিবার বালিকা বিদ্যালয় ছয় রাস্তার মোড়ে গিয়ে দেখা গেছে, একজন ভ্যান চালক সার নিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে মাল সহ ভ্যানটি উল্টে গিয়ে অল্পের জন্য চালক প্রাণে বেঁচে যায়। ভ্যান চালক বাবু জানান মিনহাজুর রহমান হেনার দোকান থেকে আমিনুলের ১০বস্তা সার নিয়ে রাস্তা পার হওয়ার সময় লোকাল রোড় থেকে আরকে রোড অনেক উচু ও রাস্তার ঢাল সঠিক ভাবে না থাকায় তার ভ্যানটি উল্টে যায়। সে আরও জানায় ভাগ্য ভাল যে এ সময় কোন বাস বা ট্রাক ছিল না, তা না হলে হয়তো আমার লাশ দেখতে পেতেন। এধরনের ঘটনা প্রায় প্রতি দিনই ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে না। অথচ প্রায় প্রতিদিন এই মোড়ে মটর সাইকেল ধরার জন্য ট্রাফিক পুলিশের বেশ কয়েকজন সদস্য কে দেখা গেলেও তারা রাস্তার শৃংখলা রক্ষায় কাজ না করে শুধু মটর সাইকেল ধরতে ব্যস্ত থাকেন। এই মোড়ে গুরুত্বপূর্ণ থানা রোড, স্টেশন রোড, মধুপুর রোড, অন্নদানগর রোড এবং রংপুর-কুড়িগ্রাম রোড একত্রে মিলিত হয়েছে। উপজেলার প্রান কেন্দ্র ও অধিকাংশ শিক্ষ প্রতিষ্ঠান ও বড় হাট বাজার গুলোতে যাওয়ার রাস্তা মোড় হওয়ায় যান জট লেগেই থাকে। উপজেলা সমন্বয় ও আইন শৃংখলা মিটিং এ বহুবার এই মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালুর কথা বলা হলেও আজ পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেই। এই মোড় পার হতে গিয়ে ইতো মধ্যে ৫ব্যাক্তি প্রাণ হারিয়েছেন। এব্যাপারে নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, জেলা মিটিং এ বিষয়টি উপস্থাপন করেছি, এটি সড়ক ও জনপদ এবং পুলিশের ট্রাফিক বিভাগের কাজ। দুর্ঘটনা রোধে এলাকাবাসী গুরুত্বপূর্ন মোড়টির সংস্কার সহ ট্রাফিক ব্যবস্থা চালুর দাবী জানিয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
