প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ০১:১৩

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির জামিন চেষ্টায় ভিকটিমকে অপহরণ চেষ্টা ও লাঞ্ছিত’র অভিযোগ

ষ্টাফ রিপোর্টার
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির জামিন চেষ্টায় ভিকটিমকে অপহরণ চেষ্টা ও লাঞ্ছিত’র অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে আটক ব্যক্তির জামিন করাতে ভিকটিম সহ স্বামীকে অপহরণে ব্যর্থ হয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউপির পাকা (নয়াপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আটক পিতাকে জামিনে বের করতে ভুক্তভোগী ও তার স্বামীকে অপহরণ করার চেষ্টা করে কামদিয়া পূর্বপাড়ার স্বাধীন-ডিপটি গংরা। এসময় অপহরণকারীরা ভুক্তভোগীর স্বামীকে চর-থাপ্পর মেরে লাঞ্ছিত করে। স্বাধীন (২২) কারাগারে আটক ধর্ষণ মামলায় অভিযুক্ত আনোয়ার হোসেনের (৪০) ছেলে।
ভুক্তভোগী ও প্রতিবেশিরা জানান, সোমবার সকালে কারাগারে আটক আনোয়ার (৪০) এর ছেলে স্বাধীন (২২) এবং মৃত বাটু চৌধুরীর ছেলে ডিপটি চৌধুরী (৫২) অজ্ঞাত ৩-৪জনকে সাথে করে ভুক্তভোগীর বাড়ি কামদিয়ার পাকা গ্রামে আসে। তারা ভুক্তভোগীর স্বামীকে ভিকটিম স্ত্রী সহ তাদের সাথে আসতে বলে। তারা অসম্মতি জানালে দলবদ্ধভাবে ভিকটিমের স্বামীকে চর-থাপ্পর মারতে থাকে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে আসলে অবস্থা বেগতিক দেখে স্বাধীনরা বিভিন্ন হুমকি সহ ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
প্রতিবেশিরা জানান, ধর্ষণ ঘটনার পর থেকে তারা আপোষ-মিমাংসার কথা বলত। কিন্তু ভিকটিমের পরিবার তাতে রাজী না হওয়ায় তাদের অপহরণপূর্বক বিভিন্ন কাগজ-পত্র সৃষ্টি করে কারাগারে আটক অভিযুক্তকে জামিন করানোর পায়তারা করছে।
প্রসঙ্গত, ভিকটিমের বাড়ি সংলগ্ন একটি পুকুর লীজ নিয়ে তাতে মাছ চাষ করত কামদিয়া পূর্বপাড়ার মৃত আমির হামজার ছেলে আনোয়ার মিয়া (৪০)। ভুক্তভোগীর স্বামী প্রায়ই ঢাকায় রিক্সা চালাতে যাওয়ায় ভিকটিম দুই শিশু সন্তান নিয়ে একাই বাড়িতে থাকত। গত ৯ জুলাই দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযুক্ত আনোয়ার কৌশলে ভিকটিমের ঘরে ঢুকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে উপস্থিত হলে আনোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী/২০০৩ এর ৯(১)) মামলা নম্বর ৩২/৩৬১ দায়ের করলে অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে