শাজাহানপুরে মসজিদের সম্পদ রক্ষায় মানববন্ধন
বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর মসজিদ পাড়া নুরে এলাহী জামে মসজিদের সম্পদ রক্ষায় অত্র এলাকাবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় অত্র মসজিদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। পরে বিক্ষিপ্ত জনতা কিছু সময় রাস্তা অবরোধ করেন। মানববন্ধনে অত্র গ্রামের প্রায় সহশ্রাধিক জনসাধরণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জানা গেছে, মসজিদের জমি ৪৭/২০২২ মিছ কেস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বগুড়া এর কার্যালায়ে মামলা চলা কালে অত্র মসজিদের সভাপতি আনিছুর রহমান বাবলু ও সেক্রেটারী খায়রুল বাশার কে সন্ত্রাসী ভূমিদস্যু শাকিল মাহমুদ, আনোয়ার, মঞ্জু সিএনজি পাম্পের সত্ত্বাধিকারী, মোখলেছ, সামছ উদ্দিন কর্তৃক হামলা চালায়। এঘটনায় গত বুধবার শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও জানাগেছে; অত্র মসজিদের নামে ১১৩ শতক জমি আছে। উক্ত জমি হতে ২১ জমি সরকার রাস্তা তৈরির কাজে অধিগ্রহণ করে। অধিগ্রহণের টাকা তারা নিজেরা ভোগ করার জন্য আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র মসজিদের সভাপতি আনিছুরে রহমান বাবলু, সেক্রেটারী খায়রুল বাশার, অধ্যক্ষ আব্দুল মান্নান, অবঃ শিক্ষক আতিকুর রহমান, সাবেক সমাজসেবা কর্মকর্তা ছাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল মাষ্টার, আলী রেজা শাহ, আঃ কাদের, আমিনুল ইসলাম, হাসিনা বেগম, আরিফা আকতার রানী, আফিয়া আকতার, মুঞ্জুয়ারা, মর্জিনা, সালমা, আনুঞ্জুয়ারা বেগম সহ আরও অনেকে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
