প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ২২:৫১

ধুনট সরকারি ডিগ্রি কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

ধুনট বগুড়া প্রতিনিধি
ধুনট সরকারি ডিগ্রি কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের বিভিন্ন স্থানে নবনির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রগুলোর উদ্বোধন করেন।

ধুনট সরকারি ডিগ্রি কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রহমান, সহকারী অধ্যাপক ফজলুল হক রঞ্জু, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, প্রভাষক কামরুজ্জামান, প্রভাষক হাদিউজ্জামান, অফিস সহকারী ইব্রাহীম হোসেন, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুর রহমান প্রমূখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে