বগুড়ায় বিশ্ব শিশু দিবস সপ্তাহ পালন
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি শিশুবান্ধব দেশ গড়ার লক্ষ্যে এবারের প্রতিপাদ্য “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান বগুড়া শিশু নাট্যদল ও ফোকাস সোসাইটি, বগুড়ার উদ্যোগে ১২ অক্টোবর, বেলা সাড়ে ৩টায়, ম্যাক্স মোটেল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জি এম সাকলায়েন বিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুফিয়া নাজিম। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইবুনাল, বগুড়ার সাবেক পিপি এড. মনতেজার রহমান মন্টু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু ও ইউনিক পাবলিক স্কুলের চেয়ারম্যান তনছের আলী প্রামাণিক। অন্যান্যের মধ্যে আলোচনা অংশ নেন, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, এড. নূরুল ইসলাম চৌধুরী, রতন খান, মিতা চক্রবর্তী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া শিশু নাট্যদলের পরিচালক আব্দুল খালেক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
