প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ২২:৩২
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ধুনট আসনে আ’লীগের প্রার্থী বিজয়ী
ধুনট বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড ধুনট আসনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন (আনারস) ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান (মোটরসাইকেল) পেয়েছেন ৪০ ভোট।
সোমবার দুপুর ২টায় ধুনট উপজেলা পরিষদ হলরুমের ভোট কেন্দ্রে ভোটগণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আ’লীগ নেতা ফজলুল হক (হাতি) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা সুজাউদ্দৌলা রিপন (তালা) পেয়েছেন ৬১ ভোট।
এছাড়া সংরক্ষিত ৩নং ওয়ার্ড নির্বাচনে সুমাইয়া খানম (দোয়াত কলম) ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজনীল নাহার (হরিণ) পেয়েছেন ৪৭ ভোট। তাছাড়া অপর প্রার্থী রওশন আরা (ফুটবল) ১৬ ভোট, মিসেস সুইটি মল্লিক (মাইক) ১৩ ভোট ও ফিরোজা খাতুন (টেবিল ঘড়ি) পেয়েছেন ০২ ভোট।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত জানান, ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার ১৪৬ জন জনপ্রতিনিধি ভোটারই ইভিএম মেশিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তন্মধ্যে একটি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
