জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে কাজিপুরের জুঁই পারভীন বিপুল ভোটে নির্বাচিত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শেষে সদস্য পদে কাজিপুর উপজেলা মহিলা আঃলীগের সাবেক সাধারন সম্পাদক মোছাঃ জুই পারভীন ( বিএসএস) ফুটবল প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় সংশ্লিষ্ট এলাকা (কাজিপুর, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও উল্লাপাড়া) উপজেলার চারটি ইউনিয়নে জুই পারভীন ফুটবল প্রতিক নিয়ে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রাথী কাজী সেলিনা পারভীন পান্না দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১০৭ ভোট।
ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় হয়ে ভূমিকা পালন করে আসছিলেন । তিনি প্রায় ১৪ বছর উপজেলা মহিলা আঃলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ( কাজিপুর সদর ইউনিয়ন, পৌরসভা, গান্ধাইল ও শুভগাছা ইউনিয়ন) সংরক্ষিত মহিলা আসনে মহিলা সদস্য পদে দায়িত্ব পালন করেন। একাধিক বার কাজিপুর উপজেলার নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বলেন, বিগত বছরে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে দায়িত্বে থেকে আমার সাধ্য মতো বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করেছি এবং আগামীতেও কাজ করতে চাই। আমি রাজনৈতিক ও পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের সব সময়ের জন্য একজন স্বর্কীয় কর্মী।
নির্বাচিত হয়ে তিনি সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় কে ফুলেল শুভেচছা জানান এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়াও কাজিপুর উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা চেয়ারম্যান ও আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ আঃলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিশেষ করে জন প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য যে , কাজিপুরের ১২টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭২।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
