প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ২২:২৭

শাজাহানপুরে জমি সংক্রান্ত বিরোধে মহিলাকে হুমকি। থানায় অভিযোগ

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে জমি সংক্রান্ত বিরোধে 
মহিলাকে হুমকি।  থানায়  অভিযোগ

বায়না জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরে মহিলাকে হামলা ও মামলার হুমকি।  শাজাহানপুর থানায় মোছাঃ জান্নাতুন আদন(২৮) বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে বগুড়া ঠনটনিয়া নিবাসী মোছাঃ জান্নাতুন আদন(২৮) স্বামী-মোঃ এফাজ উদ্দিন বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ফুলদিঘী মৌজায় জে এল নং-১১৯,সিএস খতিয়ান নং-৩০১,এম আর আর খতিয়ান নং-৩৩৯,সাবেক দাগ নং-১৩৫১, হাল দাগ নং-১৬৭২,জমির পরিমান ০৬ শতক,রকম ভিটাবাড়ী। বিবাদী মোঃ রাশেদুজ্জামান(৩৮),রাকিবুল হুদা রিজভি(২৬),উভয়ের পিতা মোঃ শামসুল হুদা সরকার,মোছাঃ রাবেয়া খাতুন(৪৯) স্বামী-মোঃ শামছুল হুদা সরকার সর্ব সাং লতিফপুর উত্তর পাড়া, থানা-শাজাহানপুর,জেলা-বগুড়া গণ ১০-০৫-২০২২ ইং তারিখে বাদীর স্বামীর নিকট হইতে নগদ ১২,০০,০০০/-(বারো লক্ষ) টাকা বুঝিয়ে নিয়ে রেজিস্ট্রিকৃত বায়না দলিল করিয়ে দেয়। প্রমান হিসেবে দলিল পত্র রহিয়াছে। পরবর্তীতে জমি মাপযোগ দিয়ে বুঝিয়ে চাইলে তাহারা আজ দিবে কাল দিবে বলিয়া বিভিন্ন ধরনের তাল বাহানা ও কালক্ষেপন করিয়া আসিতেছে।জমিটিতে একটি বায়না সুত্রে ক্রয় কৃত সাইনবোর্ড লাগাইয়া দেই। ১৬-১০-২০২২ ইং তারিখে বিকেল অনুমান ০৪ ঘটিকার সময় উক্ত জমিটি দেখতে গেলে বিবাদীগণ বাদীকে দেখিয়ে বলেন যে আরো বাড়তী ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দিতে হবে তা না দিলে জমি মূল দলিল করিয়ে দেওয়া হবে না। বাদীগণ টাকা দিতে অস্বীকার করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন রকমের ভয়ভীতি,হামলা, মামলা সহ প্রান নাশের হুমকি দেয়। 

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল-মামুন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে