শাজাহানপুরে মানিকদিপা স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত।
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুনীৃতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৯-০৯-২২ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন এবং স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হয় ।
অভিযোগে উঠে এসেছে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ গত ২০১০ইং সালে বিদ্যালয়ে যোগদান করার পর থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে দুর্নীতি ও অনিয়ম করে আসছে
তিনি বিদ্যালয়ে যে আয় হয় তা তিনি একাই ভোগ করতেন।ক্লাস রুটিনে বৈষম্য ও বিভেদ সৃস্টি করতেন,
বিদ্যালয় থেকে ছাত্র/ছাত্রীদের বেতন,সেসন ফি,রেজিঃফি, পরীক্ষার ফরম ফিলাপ,বিদ্যুৎ বিলসহ সকল প্রকার আদায় বিনা রশিদে করে থাকেন তা ব্যাংকে জমা না করে নিজের আওতায় রেখে তিনি আতœসাৎ করেন।
প্রধান শিক্ষক সকল শিক্ষক ও কর্মচারীদের সাথে সব সময় রুঢ় ও কর্কশ ভাষায় কথা বলেন,অকর্থ ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন,দুর্ব্যবহার এবং সকলকে চাকুরী খাওয়ার ভয় দেখিয়ে দমিয়ে রাখেন। কোন শিক্ষক ও কর্মচারী যদি প্রতিবাদ করে তাহলে তার বিরুদ্ধে সে উঠে পড়ে লাগত।
২০২১ইং সালে পূর্ণ কমিটি গঠনের সময় দুইটি ভোটার তালিকা তৈরী করে পাবলিষ্ট করে ।২০২২ইং সালেও পূনরায় ভোটার তালিকা তৈরী করে সময় মত পিজাইটিং অফিসারের নিকট জমা না দিয়া পূনার্গ কমিটি না করার জন্য পায়তারা করেন।
এত দুনীর্তি ও অভিযোগ থাকা সত্তেও সভাপতি প্রধান শিক্ষককে বার বার মৌখিক ভাবে সর্তক করলেও তিনি তা আমলে নেন নাই। পরবর্তিতে বাধ্য হয়ে সভাপতি ১৩-১০-২০২২ইং তারিখে এডহক কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করেন।
এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ জানান আমাকে অনিয়ম তান্ত্রিক ভাবে বহিস্কার করা হয়েছে।
এবিষয়ে সভাপতি জানান প্রধান শিক্ষককে নিয়ম তান্ত্রিক ভাবে বহিস্কার করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
