গাবতলীতে পরাজিত ইউপি সদস্য’র নামে গেজেট পাস ॥ ভাতা উত্তোলন
বগুড়ার গাবতলীতে লুৎফর রহমান নামের পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর নামে গেজেট পাস হয়েছে। উপজেলা সমাজসেবা ও রিটার্নিং অফিসার আব্দুল হান্নান সরকারের অদক্ষতায় এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ২০২২সালের ৫ই জানুয়ারি রোজ বুধবার গাবতলী উপজেলার নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোটের ফলাফলে নাড়–য়ামালা ইউপির ৩নং ওয়ার্ডের বাওইটোনা গ্রামের মাহবুবুর রহমান প্রামানিকের ছেলে সাজেদুল রহমান সাজু টিউবওয়েল মার্কা প্রতিক নিয়ে দুটি কেন্দ্রে মোট ৬’শ ৪ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। কেন্দ্র দুটি হলো বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ১৩ভোট এবং বাইওটোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫’শ ৯১ভোট- মোট ৬’শ ৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ৩নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের তমিজ উদ্দিন আকন্দের ছেলে লুৎফর রহমান (তালা মার্কা) ওই ২টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছিলেন ৩’শ ১৯ভোট। কিন্তু উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকারের খামখেয়ালিপনা, অদক্ষতা ও ভুল তথ্য পাঠানোর কারণে পরাজিত ইউপি সদস্য প্রার্থী লুৎফর রহমান নামের গেজেট পাস হয়ে আসে। তবে লুৎফর রহমানের নামে গেজেট পাস হলেও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন সাজেদুল রহমান সাজু। তবে শুরু থেকেই সাজেদুল রহমান সাজু ইউপি সদস্য হিসেবে ৩নং ওয়ার্ডের সকল কাজ সম্পন্ন করে আসছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দীর্ঘ ৯মাস চেপে রাখেন। কিন্তু গত ১৭অক্টোবরে জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ডে গাবতলী উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে ইউপি সদস্য সাজেদুল রহমান সাজু ভোট দিতে এলে তাতে বাধ সাধে সদস্য প্রার্থী আব্দুল্লাহেল বাকীর এজেন্ট এম এ রঞ্জু মিয়া। মূলত তখনি জানাজানি হয়ে যায় যে, ভোটে বিজয়ী প্রার্থী সাজেদুল রহমান সাজুর পরিবর্তে পরাজিত ইউপি সদস্য প্রার্থী লুৎফর রহমানের নামে গেজেট পাস হয়েছে। খবর পেয়ে লুৎফর রহমান ইউএনও’র দপ্তরে এসে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে সহি স্বাক্ষর দিয়ে তিনমাসের বেতন ১০হাজার ৭’শ ৯০টাকা উত্তোলন করেন। এ প্রসঙ্গে ওই ভোট কেন্দ্রের উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার স্থানীয় সাংবাদিকদের জানান, কম্পিউটারে কম্পোজে ভুলের কারণে অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে গাবতলীর ইউএনও রওনক জাহান ও উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন জানান, রিটার্নিং অফিসারের ভুলে এই ঘটনা ঘটেছে। তবে বিষয়টি সংশোধন করে জয়ী প্রার্থী সাজেদুল রহমান সাজুর নামে গেজেট পাস করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবার কাগজপত্র পাঠানো হয়েছে। খুব দ্রুতই এই ভুল সংশোধন হয়ে আসবে। লুৎফরের উত্তোলনকৃত ভাতা জমা রাখা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
