প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১২:২৫

ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নড়াইল শহরে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে সে শহরের কুড়িগ্রামের নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।

জানা গেছে, বুধবার দুপুরে শহরের স্বর্ণ ব্যবসায়ী বিমানেশ রায়ের কন্যা ববিতা রায় সদরের বিড়গ্রামে খালা বাড়ি থেকে মা-বাবার সঙ্গে বাসায় আসে। এরপর পরিবারের সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিকেলে মা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। এরপর পরিবারের সবাই তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

প্রতিবেশী ও মেয়েটির বন্ধুদের সূত্রে জানা গেছে, একটি সম বয়সী ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি মেয়েটির ফেসবুক একাউন্ট ব্লক করে দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করছে বলে তাদের ধারণা।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে