প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ২৩:৩৭

শেরপুরে প্রথমবার নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে প্রথমবার নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে প্রথমবারের মত নারীদের অংশগ্রহনের ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১অক্টোবর) বিকালে শেরপুর সরকারি ডি.জে. হাইস্কুল খেলার মাঠে এ খেলার আয়োজন করেন শেরপুর খেলোয়ার কল্যান সমিতি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবির রহমান। ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও পৌর কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্ট। এসময় পৌর কাউন্সিলর শারমিন আক্তার, সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শেরপুর খেলোয়ার সমিতির সভাপতি নরোত্তম কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, টুর্নামেন্টের সদস্য সচিব আহসানুল হাদিব শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অংশ গ্রহন করে সোনাতলা নারী ফুটবল একাদশ ও গোবিন্দগঞ্জ নারী ফুটবল একাদশ। উত্তেজনামুখর পরিবেশে ৯০ মিনিটের খেলায় উভয় দলের মধ্যে গোলশূণ্য ড্র হয়। শেষে ট্রাইবেকারে ৫-৪ গোলে সোনাতলা নারী একাদশ বিজয়ী হয়।
তবে এ মাঠে এই প্রথম নারী ফুটবল খেলোয়াড়দের খেলা দেখতে মাঠের চারদিকে হাজার হাজার উৎসুক ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ব্যাপক উৎসবমুখর খেলা অনুষ্ঠিত হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে