প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২২ ২২:৫১

মান্দায় ‘পুথি পল্লব’ গণগ্রন্থাগারের উদ্বোধন

অনলাইন ডেস্ক
মান্দায় ‘পুথি পল্লব’ গণগ্রন্থাগারের উদ্বোধন

নওগাঁর মান্দায় ‘পুথি পল্লব’ নামে উপজেলা গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। 
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব প্রমূখ।
শেষে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান আন্ত:উপজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলায় জেলার ১১ উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করবে।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে