প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ২৩:৩৯
কাজিপুরে ২৫০গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী গ্রেফতার।
শনিবার (২৯শে অক্টোবর) উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে দুইশত পঞ্চাশ (২৫০) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আবু হাসেম (২৫), মোঃ মিলন মিয়া (৩৪), মোঃ রোকন শেখ (৩৫) ও গান্ধাইল মধ্যপাড়ার মোঃ খায়রুল বাবু (২০) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে দুইশত পঞ্চাশ (২৫০) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিনে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী নাটুয়ারপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ আশরাফ আলী (৪৫) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেফতার কৃত আসামীদের নিয়মিত মামলায় রজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
