শাজাহানপুরে মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক মো. শাজাহান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মুয়ীদুর রহমান, শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান(শাহীন),মাঝিড়া ইউপি চেয়ারম্যান নূরুজজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আ.ফ.ম সাইফুজ্জামান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোস্তাকিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,দোওয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
