প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ২৩:১৬

শাজাহানপুরে জমি সংক্রান্ত বিরোধে পেয়ারা গাছ কর্তন

থানায় অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে জমি সংক্রান্ত বিরোধে 
  পেয়ারা গাছ কর্তন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে পেয়ারা গাছ কর্তন।  শাজাহানপুর থানায় বাদী হয়ে ইব্রাহীম লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্বপাড়া গ্রামের বাদী মোঃ ইব্রাহীম পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি মৌজা-সুজাবাদ,জে এল নং-১৭৭,সাবেক দাগ-৩০০০,হাল দাগ-৪৫৯৮,জমির পরিমান ২৯ শতকের কাতে ১২.২৫ শতক। দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে। ইতি পূর্বে এই জমি নিয়ে বহু বিচার সালিশ ও দরবার হয়েছে। যাহা বিবাদীগন কোন ক্রমে মেনে নেন নাই। এরি জের ধরে গত ৩১/১০/২০২২ তারিখে  বিবাদী মোঃ মামুনুর রশীদ (৩৫),পিতা-মোঃ আঃ হাকিম, মোঃ ইসমাইল হোসেন(৫৫),পিতা মৃত সফর উদ্দীন,মোছাঃ এ্যামিলি বেগুম(৪৮),স্বামী মোঃ ইসমাইল হোসেন,মোছাঃ তানিয়া বেগুম(৩২),স্বামী মোঃ মামুনুর রশীদ, সর্ব সাং-সুজাবাদ পূর্বপাড়া,ইউনিয়ন-মাঝিড়া,থানা-শাজাহানপুর জেলা-বগুড়াগণ তারা সকলেই সকাল ৮ ঘটিকার সময় হটাৎ করে ৭ বছর আগে লাগানো পিয়ারা ধরা ৮০টি গাছ জোর পূর্বক কর্তন করে যাহার আনুমানিক মূল্য প্রায় ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা। তখন বাদী তাহার স্ত্রী ও ছেলে  তাদেরকে বাধা প্রদান করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে বাদীসহ তাহাার স্ত্রী ও ছেলেকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেয়। 
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, থানায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে