প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২২ ২৩:১৯

বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী হাটে ব্যবসা প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে মানব বন্ধন।

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী হাটে ব্যবসা প্রতিষ্ঠানের
 উপর  সন্ত্রাসি হামলার প্রতিবাদে মানব বন্ধন।

বগুড়ার শাজাহানপুরে গতকাল সোমবার দুবলাগাড়ী হাটে অবস্থিত মাম্মী ভ্যারাইটি ষ্টোরের মালিক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মারুফ-উল-আলম পাভেলের ব্যবসা প্রতিষ্ঠানে এলাকার চিহিত সন্ত্রাসী কর্তৃক হামলা,লুটপাট ও ছিনতাইয়ের প্রতিবাদে উক্ত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে  মাঝিড়া-কৌচাদহ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করেন দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশীদ, সহ-সভাপতি ডাঃ শাহ্ আলম, প্রধান উপদেষ্টা একেএম ফজলুর হক মোল্লা,যুগ্ম সম্পাদক শাহ্ আলম নান্নু,সাংগঠনিক সম্পাদক আছলাম উদ্দিন শাবু,সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, সদস্য আতিক,হালিম,রতন,মানিক,জাকির,মোহাব্বত,বাবু,সোহাগ,জেলকে মতি,শাহিন,ডালিম,আঃ বারী হুজুর সহ অন্যান্য প্রমূখ।

এ মানববন্ধনের আয়োজন করেন দুবলাগাড়ী হাট দোকান মালিক সমিতির সকল সদস্য বৃন্দ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে