বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী হাটে ব্যবসা প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদে মানব বন্ধন।
বগুড়ার শাজাহানপুরে গতকাল সোমবার দুবলাগাড়ী হাটে অবস্থিত মাম্মী ভ্যারাইটি ষ্টোরের মালিক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মারুফ-উল-আলম পাভেলের ব্যবসা প্রতিষ্ঠানে এলাকার চিহিত সন্ত্রাসী কর্তৃক হামলা,লুটপাট ও ছিনতাইয়ের প্রতিবাদে উক্ত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মাঝিড়া-কৌচাদহ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করেন দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুনুর রশীদ, সহ-সভাপতি ডাঃ শাহ্ আলম, প্রধান উপদেষ্টা একেএম ফজলুর হক মোল্লা,যুগ্ম সম্পাদক শাহ্ আলম নান্নু,সাংগঠনিক সম্পাদক আছলাম উদ্দিন শাবু,সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, সদস্য আতিক,হালিম,রতন,মানিক,জাকির,মোহাব্বত,বাবু,সোহাগ,জেলকে মতি,শাহিন,ডালিম,আঃ বারী হুজুর সহ অন্যান্য প্রমূখ।
এ মানববন্ধনের আয়োজন করেন দুবলাগাড়ী হাট দোকান মালিক সমিতির সকল সদস্য বৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
