প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ০০:৩৮

গাবতলীতে আগুনে ২টি গাভী গরু ও বসতবাড়ীর ৭টি রুম পুড়ে ভষ্মিভূত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে আগুনে ২টি গাভী গরু ও 
বসতবাড়ীর ৭টি রুম পুড়ে ভষ্মিভূত

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি পরিবারের বসতবাড়ীর ৭টি রুম, বিভিন্ন প্রকার আসবাবপত্র, ২টি গরু পুড়ে প্রায় ২০লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের ধর্মগাছা দক্ষিনপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। 
জানা গেছে, ওই গ্রামের মোশারফ হোসেন প্রামানিকের ছেলে আলতাব আলী প্রামানিক সকাল সাড়ে ৮টায় ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠান পেরীর হাটে আসেন। এরপর স্ত্রী সাবিনা ইয়াছমিন সকাল ৯টায় বসতঘর তালা দিয়ে শিশু সন্তানকে নিয়ে স্কুলে যান। তারপর বেলা ১১টায় তালাবন্ধ ওইঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় লোকজন টের পেয়ে সার্ভিসের কর্মীদের খবর দেন। স্থানীয়রা প্রায় দু’ঘন্টা ব্যাপী চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছার আগেই আগুন নিভিয়ে ভেলেন। কিন্তু ততক্ষনে আগুনের লেলিহান শিখায় পরিবারের ৭টি ঘর, বিভিন্ন প্রকার আসবাবপত্র, ২টি গরু পুড়ে যায়। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে