প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ২২:৫৭

দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ॥ সনদ ও ঋণ বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ॥ সনদ ও ঋণ বিতরণ

‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস দুপচাঁচিয়া উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, থানার প্রতিনিধি এসআই শাহজাহান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, সফল আত্মকর্মী আকরাম হোসেন প্রমুখ। এসময় উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর মোফাজ্জল হোসেন সহ যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষনার্থী ও ঋণ গ্রহিতারা উপস্থিত ছিলেন। এদিন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জনের মাঝে সনদ ও ৩জন প্রশিক্ষিত যুবককে মোট ২লাখ ২০হাজার টাকা ঋণ প্রদান এবং ৩০জন অংশগ্রহণকারী প্রশিক্ষানার্থীকে ৬’শ টাকা করে মোট ১৮হাজার টাকা সম্মানিভাতা প্রদান করা হয়।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে