প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ২২:৫৮

দুপচাঁচিয়ায় তিনদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় তিনদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি

দুপচাঁচিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসের(বিআরডিবি) আয়োজনে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচী(দ্বিতীয় সংশোধিত) উপকারভোগী সদস্যদের তিনদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, বগুড়া উপঅঞ্চল অপ্রধান শস্য উন্নয়ন কর্মসূচীর অপ্রধান শস্য বিশেষজ্ঞ হাবিবুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল মামুন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান, হিসাব রক্ষক শাহীন বাদশা, মাঠ সংগঠক(অপ্রধান শস্য) ফেরদৌস আলী প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ৪০জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে