ক্ষেতলালের দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীর জয়লাভ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ও বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান এ তথ্য জানিয়েছেন।
তুলশীগঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বজলুর রহমান খান ৫ হাজার ৪৩৪ ভােট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রােহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু পেয়েছেন ২ হাজার ৩৩ ভোট।
বড়তারা ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক ৬ হাজার ২৬৯ ভাট পেয়ে বেসরকারিভাবে বোরহান উদ্দিন ফকির নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী আব্দুল বারিক মন্ডল পেয়েছেন ৪ হাজার ৫৩০ ভাট।
প্রথম ইলক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যম বুধবার সকাল ৮টা থক বিকল ৪টা পর্য ভাটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন